শিক্ষার্থীদের অস্ত্র চালানো শেখাচ্ছে পোল্যান্ড
পোল্যান্ডে স্কুল শিক্ষার্থীদের জন্য অস্ত্র চালানোর প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। এটি রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন থেকে দেশকে রক্ষা করার পরিকল্পনার অংশ। ১৩-১৪ বছর বয়সী শিক্ষার্থীরা স্কুলে গিয়ে অ্যাসল্ট রাইফেল ও পিস্তল চালানো শিখছে। তবে বাস্তব গোলাবারুদ ব্যবহারের পরিবর্তে লেজার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
পোল্যান্ডের স্কারশেভ শহরের একটি বিদ্যালয়ে শিক্ষার্থীরা এই প্রশিক্ষণ নিচ্ছে। প্রধান শিক্ষক ইভা গোলিন্সকা বলেন, এ প্রশিক্ষণ বৈশ্বিক পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দ্রুত অস্ত্র চালানো শিখছে, কারণ প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে পোল্যান্ড একটি হুমকি হিসেবে দেখছে।
এছাড়া, পোল্যান্ডের আইন অনুযায়ী, বন্দুক পাওয়া তুলনামূলকভাবে সহজ। গুলি চালানো শেখার বিষয়ে অভিভাবকেরাও খুশি, মনিকা স্টোলিনস্কা নামের এক অভিভাবক বলেন, তারা গর্বিত যে তাদের শিশুরা দেশ রক্ষার জন্য প্রস্তুত হচ্ছে।
ইউরোপে অন্যান্য দেশে শিশুদের জন্য এমন প্রশিক্ষণ বাধ্যতামূলক নয়। ভবিষ্যতে পোল্যান্ডকে রক্ষায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও প্রস্তুত রাখতে এই প্রশিক্ষণ। যদিও শিশুরা আপাতত এটাকে মজা হিসেবেই নিচ্ছে। তথ্য: ডয়চে ভেলে।