শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান তথ্য উপদেষ্টার

3 months ago 49

৩ দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়া এবং অ্যাকাডেমিক কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বৈঠক হবে।

বুধবার (১৪ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে কাকরাইল মসজিদ মোড়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই আহ্বান জানান।

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, শিক্ষার্থীরা যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ জায়গায় ফিরে যায়। শিক্ষকরাও যেন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যান। অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করুন। আমাদের পক্ষে একদিনে তিনটি দাবি পূরণ করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, আমি জানি না কীভাবে এই মিছিল পুরান ঢাকা থেকে এখানে পৌঁছেছে। তবে আমি পুলিশকে বলব, যেন প্রথমেই শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে। শিক্ষকদের প্রতি আমি দু:খিত। আপনারা আহত হয়েছেন, এটা খুবই দু:খজনক।

সরকার আলোচনায় আগ্রহী জানিয়ে তিনি বলেন, আমরা বসতে চাই। সরকার সব পক্ষের কথা শোনে। তবে শুরুতেই কেউ যেন শাহবাগ বা যমুনায় চলে না আসে। আগে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলুন, তারপর প্রয়োজন হলে আন্দোলনের পথে যান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ড. ইউনূস বিষয়টি সম্পর্কে অবগত আছেন। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করব। নতুন ক্যাম্পাসের কাজ কীভাবে দ্রুত এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েও পরিকল্পনা করা হবে।

আরএএস/এএমএ

Read Entire Article