শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কার্যকর প্রশিক্ষণ

4 hours ago 4

কর্মক্ষেত্রে সফলতা অর্জন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ক্যারিয়ার বুস্টিং ট্রেনিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটরিয়ামে আয়োজিত এ কর্মশালায় শিক্ষার্থীদের জন্য চাকরির বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকার বিভিন্ন কৌশল ও দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে এবং কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।

বক্তারা তাদের সেশনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন :

‘দ্য আর্ট অব প্রেজেন্টেশন’ – আলোচনা করেন বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের সিনিয়র এক্সিকিউটিভ (বার্তা) কাজী শামস ইমতিয়াজ।

‘সিভি রাইটিং’ – সঠিকভাবে সিভি প্রস্তুতির কৌশল তুলে ধরেন বিডিজবস ডট কমের এজিএম মোহাম্মদ আলী ফিরোজ।

‘বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতি’ – দিকনির্দেশনা দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জাহিদ হাসান মিয়াজি।

‘ডিজিটাল বিশ্বে চাকরির সুযোগ’ – ডিজিটাল যুগে কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দৈনিক কালবেলার অনলাইন সম্পাদক পলাশ মাহমুদ।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ফিরোজ আহমেদ বলেন, শিক্ষার্থীদের কেবল একাডেমিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং বাস্তবমুখী দক্ষতা অর্জনেও মনোযোগী হতে হবে। এ ধরনের প্রশিক্ষণ তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিওয়াইবির কেন্দ্রীয় সভাপতি মো. রিয়াজ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিওয়াইবি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুলতান মাহমুদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সৌরভ মণ্ডল।

অনুষ্ঠানে দুশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে মতামত বিনিময় করেন। আয়োজক কমিটি ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও যুগোপযোগী ও কার্যকর কর্মশালা আয়োজনের পরিকল্পনা ব্যক্ত করে।

Read Entire Article