শিক্ষার্থীদের বৃত্তি দেবে উত্তর সিটি

1 day ago 3

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি কর্মসূচি ঘোষণা করেছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবে। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিএনসিসির সমাজকল্যাণ বিভাগ সূত্র এই তথ্য জানায়।

এর আগে ২৫ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ডিএনসিসি। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসি অর্থবছর ২০২৫-২০২৬ মেয়াদে শিক্ষা ও মেধাবী বৃত্তি করপোরেশনের নগর ভবন ও সব আঞ্চলিক কার্যালয় এবং করপোরেশনের ওয়েবসাইটে বৃত্তির জন্য নির্ধারিত আবেদন ফরম পাওয়া যাবে।

আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত আবেদন ফরম পূরণপূর্বক সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ববর্তী শ্রেণির মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা টেবুলেশন শিটের সত্যায়িত কপি, একাদশ শ্রেণির ক্ষেত্রে এসএসসি পরীক্ষার মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট, টেবুলেশন শিটের সত্যায়িত কপি এবং দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে কলেজের বর্ষ পরিবর্তন পরীক্ষার মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা টেবুলেশন শিটের সত্যায়িত কপি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান মেধা ও আচরণ সম্পর্কে প্রদত্ত সনদ এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বা সংশ্লিষ্ট কর্মকর্তা থেকে পিতা/মাতা/আইনগত অভিভাবকের পেশা এবং আয়ের প্রত্যয়নপত্র সংযুক্ত করে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে অথবা প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ জমা দেওয়া যাবে।

এমএমএ/এমআইএইচএস/জিকেএস

Read Entire Article