ডা. মাহাবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ (১৮)-এর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ঘেরাও করেছে শিক্ষার্থীরা।
রোববার (২৪ নভেম্বর) দুপুর ১ টার সময় তারা কলেজের সামনে অবস্থান নেন। এসময় শিক্ষার্থীরা মেইন গেট ভেঙে ভেতরে ঢুকে ভাংচুর চালায়। এর আগে মুরগীটোলা মোড় ও রায়সাহেব বাজারের পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন শিক্ষার্থীরা।
জানা যায়, ডেঙ্গু শক সিনড্রমে আক্রান্ত হয়ে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদার গত ১৬ নভেম্বর সকালে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। গত ১৮ নভেম্বর হাসপাতালে মৃত্যুরবণ করেন।
অভিজিৎ এইচএসসি ২৪ এর ব্যাচের ছিলেন। কিন্তু তার মৃত্যুকে কেন্দ্র করে ২০ ও ২১ নভেম্বরে হাসপাতাল অবরোধ করে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ এদিন কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপর আক্রমণ করেন।
শিক্ষার্থীরা বলেন, অভিজিৎকে হাসপাতাল কতৃপক্ষ ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলেছে। আমরা এর বিচার চাই।