শিগগির নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা: অপূর্ব জাহাঙ্গীর

2 months ago 36

খুব শিগগির নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব খুব শিগগির অ্যানাউন্স করে দেওয়া হবে (নির্বাচন কমিশনারদের নাম)। এখন পর্যন্ত কোনো টাইম ফ্রেম নেই, তবে তাড়াতাড়ি ঘোষণা করা হবে। এটা প্রসেসে আছে। ঘোষণা হলেই আপনারা জানতে পারবেন।

প্রধান উপদেষ্টার ভাষণে বিএনপি আশাহত— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অপূর্ব জাহাঙ্গীর বলেন, নির্বাচন কমিশন গঠন করা তো নির্বাচনী রোডম্যাপের অংশ।

সংস্কার কমিশনের সদস্যদের বিষয়ে নানা মহলের আপত্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সদস্য বাছাইয়ের ক্ষেত্রে কমিশনের প্রধানদের স্বাধীনতা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

এমওএস/ইএ/জিকেএস

Read Entire Article