শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেটের সমাবেশ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির নেতার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বুধবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে রফিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কেএম মাহমুদ হাসান বলেন, জগন্নাথে আপনারা ছাত্ররাজনীতির পরিবেশ নষ্ট করছেন। গুপ্ত থেকে রাজনীতি করে আজ দেশনায়ক তারেক রহমানকে কটূক্তি করেছেন। আপনার বক্তব্য প্রত্যাহার করেন। যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার মন্তব্য প্রত্যাহার করবেন। প্রকাশ্যে ক্ষমা চাইবেন। অন্যত্থায় ছাত্রসমাজ আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করবে।  এ সময় ছাত্রদলের সদস্য সচিব বলেন, রাজনৈতিক কারণে আমাদের আবেগের জায়গা তারেক রহমানকে নিয়ে সমালোচনা করতেই পারেন। কিন্তু হীন ভাষা ব্যবহার করলে আমরা মেনে নেবো না। ফ্যাসিবাদের ভাষা ব্যবহার করবেন না। তা যদি না করেন, মনে রাখবেন— দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার।  বক্তব্যে শিবিরকে উদ্দেশ করে জবি ছাত্রদ

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেটের সমাবেশ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির নেতার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বুধবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে রফিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কেএম মাহমুদ হাসান বলেন, জগন্নাথে আপনারা ছাত্ররাজনীতির পরিবেশ নষ্ট করছেন। গুপ্ত থেকে রাজনীতি করে আজ দেশনায়ক তারেক রহমানকে কটূক্তি করেছেন। আপনার বক্তব্য প্রত্যাহার করেন। যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার মন্তব্য প্রত্যাহার করবেন। প্রকাশ্যে ক্ষমা চাইবেন। অন্যত্থায় ছাত্রসমাজ আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করবে।  এ সময় ছাত্রদলের সদস্য সচিব বলেন, রাজনৈতিক কারণে আমাদের আবেগের জায়গা তারেক রহমানকে নিয়ে সমালোচনা করতেই পারেন। কিন্তু হীন ভাষা ব্যবহার করলে আমরা মেনে নেবো না। ফ্যাসিবাদের ভাষা ব্যবহার করবেন না। তা যদি না করেন, মনে রাখবেন— দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার।  বক্তব্যে শিবিরকে উদ্দেশ করে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমাদের আবেগের জায়গা তারেক রহমান। আপনারা গতকাল মানববন্ধন করেছেন। জাতীয়তাবাদী ছাত্রদল নাকি শাকসু নির্বাচন বানচাল করেছে। অথচ জকসু নির্বাচনসহ সারা দেশের সব ছাত্র সংসদ নির্বাচনের জন্য ছাত্রদল আন্দোলন করেছে। তিনি বলেন, ক্যাম্পাসে সহাবস্থানের জন্য আমরা চেষ্টা করছি ও করব। কিন্তু দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কোনো কটূক্তি হলে এই ক্যাম্পাসে কাউকে ছাড় দেওয়া হবে না। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।  এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি শাকসু নির্বাচন স্থগিতের ঘটনায় তারেক রহমানের সিলেটের সমাবেশ বন্ধ করে দেওয়ার আহ্বান জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল। জবি ছাত্রশিবিরের ডাকা এক মানববন্ধনে ইব্রাহিম খলিল বলেন, ২০ তারিখে শাকসু নির্বাচন না হলে তাদের তথাকথিত দেশনায়ক তারেক রহমানের সিলেটের সমাবেশ বন্ধ করে দিন। ছাত্রসমাজকে আহ্বান জানিয়ে তিনি বলেন, সিলেটের সড়কপথ, রেলপথ সবকিছু বন্ধ করে দিন। যারা শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করে, তাদের সমাবেশ করার কোনো অধিকার থাকতে পারে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow