শিবিরের বিরুদ্ধে ‘সিন্ডিকেটেড প্রোপাগান্ডা’ চালানো হচ্ছে : সাদিক কায়েম

2 days ago 8
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রশিবিরের বিরুদ্ধে সিন্ডিকেটেড প্রোপাগান্ডা চালানোর অভিযোগ তুলেছেন সংগঠনটির ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় ছাত্রদলকে উদ্দেশ্য করে সাদিক কায়েম বলেন, ব্লেমিং-ফ্রেমিংয়ের রাজনীতি দিয়ে নিজেদের গর্ত নিজেরাই খুঁড়ছেন। এতে শিবিরের কিছু হবে না, বরং এটি ভবিষ্যতে আপনাদের জন্যই ক্ষতির কারণ হবে। তিনি বলেন, কোনো প্রমাণ ছাড়াই হুমকিদাতা শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে আমাদের ওপর দায় চাপানো হচ্ছে। ওই ছেলের প্রোফাইলে একটি ছবির জন্য তাকে শিবির বলা হচ্ছে। অথচ তার প্রোফাইলে ছাত্রদল নিয়ে ১০টিরও বেশি পোস্ট রয়েছে, কিন্তু এজন্য তাকে কেউ ছাত্রদল বলছে না। এটি এক ধরনের সিন্ডিকেটের প্রোপাগান্ডা। সংবাদ সম্মেলনে শিবিরের প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনীম জুমা অভিযোগ করেন, শিক্ষক এবং বিশিষ্টজনরা সিলেক্টিভ প্রতিবাদ করছেন। আমরা কি আপনাদের শিক্ষার্থী নই? তাহলে আমাদের বিষয়ে আপনারা নীরব কেন? এ সময় শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, একটা ইস্যুকে কেন্দ্র করে দায় চাপানোর রাজনীতি চলছে। আমরা হুমকিদাতার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি। এছাড়া আমি নিজে ভুক্তভোগী শিক্ষার্থীকে ফোন করে বলেছি, তার যদি কোনো আইনি সহায়তা প্রয়োজন হয় আমরা দিতে প্রস্তুত আছি। তারা আরও অভিযোগ করেন, শিবিরের প্যানেলের নারী প্রার্থীরা নিয়মিত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, অথচ এ নিয়ে কারও কোনো প্রতিবাদ নেই। এই পরিস্থিতিতে শিবিরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়।
Read Entire Article