সকালে ঢাকা থেকে রওয়ানা দিয়ে কলকাতা হয়ে বিকেল ৪টার দিকে ভারতের শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা হামজা চৌধুরীসহ ২৪ ফুটবলার নিয়ে ম্যাচ শহরে গিয়েছেন। ম্যানেজার্স মিটিংয়ে একজন বাদ দিয়ে ২৩ জনের দল তৈরি করবেন কোচ।
বৃহস্পতিবার শিলং পৌঁছানোর পর হামজারা মূলত বিশ্রামেই আছেন। শিলং থেকে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জাগো নিউজকে জানিয়েছেন, হোটেলে পৌঁছানোর পর হালকা নাস্তার পর সবাই হাঁটাহাঁটি করছেন। রাত ৯টায় ডিনার আছে। ডিনারের পর শুক্রবারের অনুশীলনের প্লানটা করবেন কোচ। সবাই ভালো ও সুস্থ আছে।
২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এএফসি এশিয়া কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলবেন হামজা চৌধুরীরা। প্রতিপক্ষ ভারত আরো এক সপ্তাহ আগে থেকে শিলংয়ের কন্ডিশনে অনুশীলন করছে। বৃহস্পতিবার ফিফা ফ্রেন্ডলি ম্যাচ তারা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মালদ্বীপকে।
বাংলাদেশ ম্যাচের জন্য ভারত পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে বাংলাদেশ দলের জন্য কোনো ম্যাচ আয়োজন করতে পারেনি বাফুফে। সৌদি আরবে ১২ দিনের ক্যাম্পই ভারত ম্যাচের আগে বাংলাদেশের প্রস্তুতি।
যে ২৪ ফুটবলার নিয়ে শিলং গেছেন কোচ, তাদের মধ্যে অভিষেকের অপেক্ষায় হামজা চৌধুরীসহ ৩ জন। মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন ও পুলিশের ফরোয়ার্ড আল-আমিন লাল-সবুজ জার্সিতে ম্যাচ খেলার অপেক্ষায়।
যে ২৪ জন নিয়ে শিলং গেছেন ক্যাবরেরা
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, তারিক রায়হান কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন।
মিডফিল্ডার: চন্দন রায়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল-আমিন, রাকিব হোসেন।
আরআই/এমএমআর/জেআইএম