শিল্প-শিক্ষা সংযোগ জোরদারে আইএসইউতে এসআইসিআইপি ক্যারিয়ার সেশন

10 hours ago 8
টেক্সটাইল ও পোশাক শিল্পে পেশাদারিত্ব বিকাশ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হলো কর্মজীবনের পরামর্শ কর্মসূচি।  রোববার (৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালক এবং ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তত্ত্বাবধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবির) অর্থায়নে আয়োজিত হয় স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)। এই কর্মসূচির মাধ্যমে প্রতিযোগিতামূলক টেক্সটাইল খাতে কর্মজীবনের পরিকল্পনা এবং চাকরি পাওয়ার জন্য একটি সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়। বর্তমান শিল্প পরিস্থিতি এবং কর্মজীবনের বিকাশের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন পেপকো গ্লোবাল সোর্সিং ফুলি সান চায়না লিমিটেডের সিনিয়র মানবসম্পদ ব্যবস্থাপক (বাংলাদেশ ও ভারত) আসিফ হাসান রেহান। বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক যুগে ক্যারিয়ারে সফল হতে হলে ডিগ্রি অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের বিশ্বমানের যোগাযোগ দক্ষতা, প্রযুক্তি বিষয়ে পারদর্শিতা এবং ব্যবসায়িক জ্ঞান অর্জনের পরামর্শ দেন। এ ছাড়াও ভবিষ্যতের কর্মবাজারে নিজেকে প্রস্তুত রাখার জন্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলতে নিয়মিত শেখার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, যারা দক্ষ, তারা শুধু চাকরির দিকে মনোযোগ দিলে হবে না, পাশাপাশি উদ্যোক্তা হওয়ারও চিন্তা করতে হবে। একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং চাকরির বাজারে সংযোগের বিকল্প নেই। জীবনে কোনো কাজকে ছোট মনে না করে প্রতিটি কাজকে ইতিবাচক হিসেবে নিয়ে নিরলস পরিশ্রমকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। আইএসইউ’র ট্রেজারার অধ্যাপক এইচটিএম কাদের নেওয়াজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. আবুল কাসেম। পিনাক সরকারের সঞ্চালনায় এ ছাড়াও উপস্থিত ছিলেন আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, এসআইসিআইপি-বিজিএমইএ প্রধান সমন্বয়ক মুনির চৌধুরী, সমন্বয়ক মো. আশফাকুর রহমান রাজিবসহ প্রায় ১০০ প্রশিক্ষণার্থী।
Read Entire Article