শিল্পী মমতাজের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ, শুনানি বিকেলে

3 months ago 42
মিরপুর থানার একটি হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজ বেগমের উপস্থিতিতে এ শুনানি অনুষ্ঠিত হবে। তাকে আদালতে হাজির করা হচ্ছে বলে জানা গেছে। আদালতে মিরপুর থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে বিষয়টি জানা গেছে। এরআগে গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে মমতাজকে গ্রেপ্তার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ–২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
Read Entire Article