শিশু আয়েশা ও দীপু হত্যার প্রতিবাদে আলোক প্রজ্বলন

লক্ষ্মীপুরের শিশু আয়েশা আক্তার ও ময়মনসিংহের দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ ও আলোক প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ প্রাঙ্গণে সচেতন শিক্ষার্থীদের উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সভাপতি নয়ন সরকার জয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ, সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম, ফারজানা আক্তার প্রমুখ। বক্তারা বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা আজ চরমভাবে হুমকির মুখে। রাষ্ট্র নাগরিকদের ন্যূনতম নিরাপত্তা দিতে অক্ষম, সেটা ওসমান হাদির হত্যার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। সারাদেশে সন্ত্রাসী তৎপরতায় সবাই শঙ্কিত-উদ্বিগ্ন। তারা বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে জাতি যখন বিচারের দাবিতে বিক্ষুব্ধ, তখন লক্ষ্মীপুরে শিশু আয়েশা ও ভালুকায় শ্রমিক দীপুর নৃশংস হত্যাকাণ্ড জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত ক

শিশু আয়েশা ও দীপু হত্যার প্রতিবাদে আলোক প্রজ্বলন

লক্ষ্মীপুরের শিশু আয়েশা আক্তার ও ময়মনসিংহের দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ ও আলোক প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ প্রাঙ্গণে সচেতন শিক্ষার্থীদের উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সভাপতি নয়ন সরকার জয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ, সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম, ফারজানা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা আজ চরমভাবে হুমকির মুখে। রাষ্ট্র নাগরিকদের ন্যূনতম নিরাপত্তা দিতে অক্ষম, সেটা ওসমান হাদির হত্যার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। সারাদেশে সন্ত্রাসী তৎপরতায় সবাই শঙ্কিত-উদ্বিগ্ন।

তারা বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে জাতি যখন বিচারের দাবিতে বিক্ষুব্ধ, তখন লক্ষ্মীপুরে শিশু আয়েশা ও ভালুকায় শ্রমিক দীপুর নৃশংস হত্যাকাণ্ড জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। নইলে সারাদেশের উগ্রবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী জনগণ একত্রিত হয়ে এই সন্ত্রাসবাদের মোকাবিলা করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow