শিশু-তরুণদের মৃত্যুর প্রধান কারণ সড়ক দুর্ঘটনা

2 weeks ago 15

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সড়ক দুর্ঘটনাই ৫-২৯ বছর বয়সীদের মৃত্যুর প্রধান কারণ। সড়ক নিরাপত্তার জন্য গ্লোবাল সেইফ সিস্টেম অ্যাপ্রোচ সম্পর্কে তরুণদের জ্ঞান বৃদ্ধি ও সড়ক নিরাপত্তা কার্যক্রমে তরুণদের সক্রিয় অংশগ্রহণ বিষয়ে এক কর্মশালায় এ কথা বলেন বক্তারা।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর শ্যামলীতে প্রতিষ্ঠানটির সভাকক্ষে গ্লোবাল সেইফ সিস্টেম অ্যাপ্রোচ বিষয়ক তরুণদের জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়।

রোড সেইফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমানের সঞ্চালনায় কর্মশালায় সেইফ সিস্টেম অ্যাপ্রোচ এবং সড়ক নিরাপত্তা আইনের দুর্বল দিক সমূহের ওপর আলোচনা করেন গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কান্ট্রি কো-অর্ডিনেটর ড. শরিফুল আলম।

> দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

নিরাপদ সড়ক ব্যবস্থা পদ্ধতির উপর সেশন পরিচালনা করেন অ্যাক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউট বুয়েটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ। এসময় তিনি মূলত সড়ক ব্যবহারকারী পাঁচটি আচরণগত সমস্যার বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও সনদ প্রদান করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান।

এসময় নিরাপদ সড়ক আন্দোলন, ইয়ুথ পলিসি ফোরামসহ বিভিন্ন ইয়ুথ ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টিটি/এমএইচআর

Read Entire Article