শিশু ভয় পেয়ে কাঁদলে কান্না থামানোর জন্য জন্য এ দোয়াটি পড়ে শিশুর শরীরে ফুঁ দিন:
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ
উচ্চারণ: আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাজাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতিশ শায়াতিনি ওয়া আঁইয়াহদুরুন।
অর্থ: আল্লাহর পূর্ণ কলেমাসমূহের মাধ্যমে আশ্রয় চাই আল্লাহর ক্রোধ ও শাস্তি থেকে, তাঁর বান্দাদের অনিষ্ট থেকে এবং শয়তানের কুমন্ত্রণা ও আমার কাছে শয়তানের উপস্থিতি থেকে।
আমর ইবনে শুয়াইব তার বাবার সূত্রে তার দাদা থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন ঘুমের মধ্যে ভয় পায় সে যেন উপরোক্ত দোয়া পড়ে। এতে শয়তানের কুমন্ত্রণা তার ক্ষতি করতে পারবে না। বর্ণনাকারী বলেন, আবদুল্লাহ ইবনে আমর (রা.) তার সন্তান-সন্ততিদের মধ্যে বড়দের এই দোয়া শিখিয়ে দিতেন আর ছোটদের গলায় এই দোয়া কাগজে লিখে ঝুলিয়ে দিতেন। (সুনানে আবু দাউদ)
শিশুদের বদনজর, জাদু ও শয়তানের ক্ষতি থেকে বাঁচাতে নিয়মিত এই দোয়াটি পড়েও শিশুর শরীরে ফুঁ দিতে পারেন:
أُعِيذُكَ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لامَّةٍ
উচ্চারণ: উইজুকা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতনিউঁ ওয়া হাম্মাতিউঁ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ।
অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের ওসিলায় প্রত্যেক শয়তান ও কষ্টদায়ক জন্তু থেকে এবং প্রত্যেক ক্ষতিকর নজর থেকে আল্লাহর কাছে তোমার জন্য আশ্রয় প্রার্থনা করছি।
নবীজি (সা.) তার দুই নাতি হাসান ও হোসাইনের জন্য দোয়াটি পড়তেন। (সহিহ বুখারি)
এ ছাড়া সকাল-সন্ধ্যা তিন কুল অর্থাৎ সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পড়ে শিশুর গায়ে ফুঁ দিন। আব্দুল্লাহ ইবনে খুবাইব (রা.) বলেন, রাসুল (সা.) আমাকে বলেছেন, সকালে ও সন্ধ্যায় সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পড়ুন, এ আমল প্রতিটি ক্ষতিকর জিনিস থেকে নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। (সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ)
ওএফএফ

8 hours ago
6









English (US) ·