শিশুদের মেধা বিকাশে কয়রায় শিশু মেলা

3 weeks ago 17

উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় শিক্ষার মানোন্নয়নে ও শিশুদের আনন্দ উৎসব মনোমুগ্ধকর পরিবেশে বেড়ে ওঠা এবং সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে শিশুদের মেধা বিকাশে শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাঠমারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায়  ‘আলোকিত করি’ ইয়ুথ ভলেন্টিয়ারের বাস্তবায়নে এ মেলা অনুষ্ঠিত হয়।

আলোকিত করি’র প্রজেক্ট অফিসার আয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাঠমারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী, ইউপি সদস্য মুস্তাফিজুর রহমান, আলোকিত করি’র প্রজেক্ট  অফিসার ইমরান হোসেন, ইয়ুথ ভলেন্টিয়ার আমিনুর ইসলাম, শুভ, সিয়াম, বাদল, নাহিদ হাসান, সংগ্রাম, সেলিম রেজা প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, আমাদের শিশুরাই আগামীর বাংলাদেশ। তারাই নেতৃত্ব দেবে ভবিষ্যতে। তাই এখন থেকে যদি তারা সুন্দর স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠতে না পারে তবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হবে না। বক্তারা শিশুদের প্রতি অভিভাবক ও আমাদের সবাইকে আরও বেশি মানবিক হওয়ার আহ্বান জানান।

দিনব্যাপী মেলায় আলোচনা সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Read Entire Article