শিশুদের রংতুলিতে একাত্তর-জুলাই বিপ্লবের গ্রাফিতি

7 hours ago 7

কুমিল্লায় রংতুলিতে একাত্তরের বিজয় ও জুলাই বিপ্লবের গ্রাফিতি অঙ্কন করেছে শিশুরা। এঁকেছে আবু সাঈদ ও মুগ্ধের ছবি। কোটা না মেধা স্লোগান। বৈষম্যহীন সোনার বাংলাসহ বিভিন্ন স্লোগান লিখেছে ক্ষুদে শিল্পীরা।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিজয়ের মাস উপলক্ষে কুমিল্লা গোমতী হাসপাতাল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন।

এতে অংশ নেওয়া তিনটি গ্রুপে মোট ৯জনকে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও সব অংশগ্রহণকারীদের জন্য ছিল শুভেচ্ছা উপহার।

হাসপাতালের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা ল্যাক ভিউ ম্যাটস কো-অর্ডিনেটর রাধিয়াতাম মার্জিয়া, ডা. জাহানারা আরজু, মহসিন আকন্দ ও মোহাম্মদ আইনুল হক।

পুরস্কার বিতরণ পর্বে ডা. জাহানারা আরজু শিশু স্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন। শীতের মৌসুমি রোগের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

জেডআইপি/এমআইএইচএস

Read Entire Article