বাঘারপাড়ায় আ’লীগের ৩০৮ নেতা-কর্মীর নামে মামলা

3 hours ago 4

যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের ৩০৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছেন বিএনপির এক নেতা। এতে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রশীদ স্বপন, জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকুকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাদী হয়ে মামলাটি করেন। আসামিদের বিরুদ্ধে ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পদযাত্রার কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৩০ মিনিটে বিএনপির কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পদযাত্রার কর্মসূচি থাকায় বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও কৃষকদলের ১২০ থেকে ১৫০ জন নেতাকর্মী বিএনপির পদযাত্রায় অংশগ্রহণের জন্য বন্দবিলা ইউনিয়নের ভাটার আমতলায় পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতে দেশীয় অস্ত্র সস্ত্র, লাঠি, হকিস্টিক, ছুরি, চাপাতি, রামদা নিয়ে পরিকল্পিতভাবে অতর্কিত হামলা করে। এসময় বিএনপির নেতাকর্মীরা রক্তাক্ত জখম হন। ঘটনার সময় আসামিরা ৫ থেকে ৭টি ককটেল বিস্ফোরণ ঘটায়। মামলার আসামিরা জহুরপুর, বন্দবিলা ও রায়পুর ইউনিয়নের বাসিন্দা।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ৩০৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩৫০ থেকে ৪০০ জন আসামি করা হয়েছে। এর মধ্যে এ মামলায় এজাহারভুক্ত পাঁচ জন রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সেলিম রেজা বাদশা, তানসেন, কবির ও জহিরকে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে।

মিলন রহমান/এফএ/এমএস

Read Entire Article