শিশুরা টিফিনের টাকা দান করলে সওয়াব পাবে?

1 week ago 11
তাহসিন আজিম ঢাকার একটি নামকরা স্কুলের শিক্ষার্থী। তার বাবা পেশায় একজন ব্যবসায়ী এবং ঢাকায় তাদের বহুতল ভবনও আছে। ফলে পরিবারের পক্ষ থেকে তাকে যথেষ্ট পরিমাণ টাকা হাতখরচের জন্য দেওয়া হয়। নিজের প্রয়োজন পূরণের পরও অনায়াসে সে টাকা থেকে নিয়মিত কিছু দান করা যায়। তাহসিন আজিম দান করতে পছন্দ করে এবং নিজের হাতখরচ ও টিফিনের টাকা থেকে নিয়মিত কিছু টাকা দান করে। তার প্রশ্ন হলো, যেহেতু এই টাকা তার উপার্জনের নয়, তাই তা দান করলে সে সওয়াব পাবে কি না? প্রাজ্ঞ আলেমরা বলেন, মা-বাবা ও অভিভাবকরা যে টাকা সন্তুষ্টির সঙ্গে দেন এবং যাতে কোনো ধরনের প্রতারণা থাকে না, তা দান করলে শিশু ও তাকে অর্থ প্রদানকারী অভিভাবক উভয়ে সমান সওয়াব
Read Entire Article