শীতার্তদের জন্য কম্বল কিনতে ১৫ কোটি টাকা বরাদ্দ

4 weeks ago 14

চলমান শীত মোকাবিলায় শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য কম্বল কিনতে আট বিভাগের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলায় তিন লাখ টাকা করে ১৫ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে বলে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, কম্বল কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করবেন। জেলা প্রশাসকদের (ডিসি) উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে বরাদ্দ দিয়ে জরুরি ভিত্তিতে কম্বল কিনে দুস্থদের মধ্যে বিতরণের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শীতে দুস্থদের কম্বল দিতে মজুরিতে ধান কাটছে একদল শিক্ষার্থী

পৌষের শুরুতেই উত্তরাঞ্চলসহ দেশের বেশিরভাগ জায়গায় শীতের তীব্রতা বাড়ছে। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

বঙ্গোপসাগর একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ‌ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরএমএম/এমএইচআর

Read Entire Article