শীতার্তদের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসতে হবে : লায়ন ফারুক

3 weeks ago 19

অন্তর্বর্তী সরকারের পাশাপাশি এই কনকনে শীতে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

সোমবার (১৬ ডিসেম্বর) জামালপুরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। মহান বিজয় দিবস উপলক্ষে প্রয়াত খ্যাতিমান অভিনেতা আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি জামালপুরের সুরুলিয়াতে ‘লায়ন্স ইন্টারন্যাশনাল ঢাকা ২১ ক্লাব’-এর উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

ফারুক রহমান বলেন, এই কনকনে শীতে অসহায় শীতার্ত মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা হলেও দেশের নাগরিকরা তা পূরণে ব্যর্থ হচ্ছে। শ্রেণি বৈষম্যের কারণে অসহায় নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, গত ১৭ বছরে শেখ হাসিনা দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে দেশকে দেউলিয়া করে দিয়েছে। এমন অবস্থায় অসহায় মানুষের মুখে হাসি ফুটানোই হবে বিজয় দিবসের মূল চ্যালেঞ্জ। আসুন, আমরা সবাই মানবতার সমাজ গড়ি, মানুষের পাশে দাঁড়াই।

শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল এর ঢাকা ২১ ক্লাবের লিডার বীর মুক্তিযোদ্ধা লায়ন এ এইচ এম খাইরুল বাশার, লায়ন দিদার হোসেন রোমান, লায়ন সুব্রত কুমার সেন, লায়ন অ্যাডভোকেট দেবজিৎ রায় চৌধুরী, লায়ন আহমেদ নাজমুছ সাকিব, লায়ন অ্যাড. ইমরান হোসেন, মো. শরিফুল ইসলাম।

বীর মুক্তিযোদ্ধা লায়ন এ এইচ এম খাইরুল বাশার বলেন, এই শীতে আমরা আমাদের সাধ্য অনুযায়ী অসহায়-শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই উদ্যোগ যেন আমরা অব্যাহত রাখতে পারি, প্রতি বছর যেন অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পারি- সেই চেষ্টা আমাদের থাকবে। 

Read Entire Article