শীতে কাবু কুড়িগ্রামের মানুষ, বিপর্যস্ত জনজীবন

2 weeks ago 21
উত্তরের জেলা কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতের কারণে কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষরা। এ ছাড়া হিমশীতল বাতাসে মানুষের দুর্ভোগও চরমে।  বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।  এদিকে তীব্র শীতে জেলায় বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ডা. শাহিদ সর্দার বলেন, শীতের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বেশি ভর্তি হচ্ছে। অন্যদিকে, ঘন কুয়াশার কারণে বোরো বীজতলা ও আলু ক্ষেত নিয়ে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। স্থানীয় কৃষক মোজাম্মেল হক কালবেলাকে বলেন, প্রচণ্ড শীতের কারণে আলু ক্ষতি হবে। এত কষ্ট করে আবাদ করেছি, ভেবেছিলাম আলুর ফলন ভালো হলে বিক্রি করে ভালো টাকা পাব। এখন দুশ্চিন্তায় আছি। আল্লাহ ভরসা। একই ইউনিয়নের দিনমজুর রহিম বলেন, প্রচণ্ড শীতে হাত-পা বরফ হয়ে যায়। আর কাজ না থাকায় কষ্টে আছি।  চাকিরপশার ইউনিয়নের মালেকা বেগম বলেন, পাতলা চাদর গায়ে দিয়ে আছি। এ কাপড় দিয়ে ঠান্ডা থেকে বাঁচা যায় না। একটা কম্বল দিলে ভালো হতো। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ রকম শীত ও কুয়াশা আরও কয়েকদিন থাকতে পারে।
Read Entire Article