শীতে চুলের যত্নে যা করবেন

শীতকাল হতে পারে সেই সুন্দর ঋতু, যখন ভোরের কুয়াশা ও সন্ধ্যার ঠান্ডা হাওয়া মনকে মুগ্ধ করে। যত্নশীল উলের কাপড় আপনার ত্বককে সুরক্ষা দিতে পারলেও চুলের জন্য তা যথেষ্ট নয়। যদি আপনার চুল শুষ্ক হয়, তাহলে এই শীত আরও খসখসে করে দিতে পারে, অতিরিক্ত খুশকি বাড়াতে পারে এবং চুলকে অনুজ্জ্বল দেখাতে পারে। যদি আপনি এই শীতে আপনার চুলকে স্বাস্থ্যকর এবং নরম রাখতে চান, তাহলে National Technical Head, Schwarzkopf Professional India, নাজীব উর রহমান-এর পরামর্শগুলো অনুসরণ করুন: চুল অতিরিক্ত ধোবেন না : শীতকালে চুল সময়ে সময়ে ধুয়ে নিন। সবসময় শুষ্ক চুলের জন্য প্রোটেকটিভ শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। চুলকে পুষ্টি দিন : সপ্তাহে অন্তত একবার চুলে বিশেষ ট্রিটমেন্ট করুন। এটি চুলকে পর্যাপ্ত আর্দ্রতা দেবে এবং কন্ডিশনারি তেলের সাহায্যে চুলের বাইরের অংশকে সিল করবে। হট স্টাইলিং এড়িয়ে চলুন : চুল সোজা করা বা কার্ল করা, এবং হেয়ার ড্রায়ারের হট এয়ার চুলের আর্দ্রতা কমিয়ে দেয়। হেয়ার প্রোটেকশন (সেরাম) ব্যবহার না করলে চুল গরম করবেন না। শীতে সম্ভব হলে চুল প্রাকৃতিকভাবে শুকান। নিয়মিত স্ক্যাল্প ম্যাসাজ করুন : মা

শীতে চুলের যত্নে যা করবেন

শীতকাল হতে পারে সেই সুন্দর ঋতু, যখন ভোরের কুয়াশা ও সন্ধ্যার ঠান্ডা হাওয়া মনকে মুগ্ধ করে। যত্নশীল উলের কাপড় আপনার ত্বককে সুরক্ষা দিতে পারলেও চুলের জন্য তা যথেষ্ট নয়।

যদি আপনার চুল শুষ্ক হয়, তাহলে এই শীত আরও খসখসে করে দিতে পারে, অতিরিক্ত খুশকি বাড়াতে পারে এবং চুলকে অনুজ্জ্বল দেখাতে পারে।

যদি আপনি এই শীতে আপনার চুলকে স্বাস্থ্যকর এবং নরম রাখতে চান, তাহলে National Technical Head, Schwarzkopf Professional India, নাজীব উর রহমান-এর পরামর্শগুলো অনুসরণ করুন:

চুল অতিরিক্ত ধোবেন না : শীতকালে চুল সময়ে সময়ে ধুয়ে নিন। সবসময় শুষ্ক চুলের জন্য প্রোটেকটিভ শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।

চুলকে পুষ্টি দিন : সপ্তাহে অন্তত একবার চুলে বিশেষ ট্রিটমেন্ট করুন। এটি চুলকে পর্যাপ্ত আর্দ্রতা দেবে এবং কন্ডিশনারি তেলের সাহায্যে চুলের বাইরের অংশকে সিল করবে।

হট স্টাইলিং এড়িয়ে চলুন : চুল সোজা করা বা কার্ল করা, এবং হেয়ার ড্রায়ারের হট এয়ার চুলের আর্দ্রতা কমিয়ে দেয়। হেয়ার প্রোটেকশন (সেরাম) ব্যবহার না করলে চুল গরম করবেন না। শীতে সম্ভব হলে চুল প্রাকৃতিকভাবে শুকান।

নিয়মিত স্ক্যাল্প ম্যাসাজ করুন : মাথার ত্বকে ম্যাসাজ রক্ত প্রবাহ বাড়ায় এবং ত্বকের তেল উৎপাদনকে উদ্দীপ্ত করে।

গরম পানিতে চুল ধোবেন না : অত্যন্ত গরম পানি চুলের প্রাকৃতিক আর্দ্রতা ছিনিয়ে নেয়। পানি হালকা গরম বা গরম-মধ্যম তাপমাত্রায় ব্যবহার করুন। ধোয়ার শেষে চুলের লম্বা অংশে ঠান্ডা পানি ব্যবহার করলে চুল মসৃণ ও উজ্জ্বল হবে।

অ্যালকোহলযুক্ত প্রোডাক্ট ব্যবহার কম করুন : চুলে স্টাইলিং স্প্রে, ফোম, জেল বা অন্যান্য অ্যালকোহলযুক্ত প্রোডাক্ট কম ব্যবহার করুন। এগুলো চুল শুকিয়ে দেয়।

চুলের আনুষঙ্গিকের যত্ন নিন: আপনার কেল, ব্রাশ ইত্যাদি নিয়মিত পরীক্ষা করুন। খারাপভাবে তৈরি করা চিরুনি বা ব্রাশ মাথার ত্বককে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং চুলের মসৃণ প্রাকৃতিক অবস্থাকে নষ্ট করতে পারে।

সূত্র : Times of India

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow