শীতে দাড়ির খুশকি-চুলকানি রোধে করণীয়

3 weeks ago 11

কমবেশি সব পুরুষেরই ‘বিয়ার্ড লুক’ পছন্দের। এ কারণে অসংখ্য পুরুষ দাড়ি বড় করেন, একই সঙ্গে অনুসরণ করেন কবিভিন্ন ট্রেন্ডিং স্টাইল। তবে শুধু দাড়ি রাখলেই চলবে না, পাশাপাশি এর যত্নও নিতে হবে।

বিশেষ করে শীতে দাড়ির বিভিন্ন সমস্যয় ভোগেন পুরুষরা। এ মৌসুমে দাড়িতে চুলকানি, ফুসকুড়ি, খুশকি, রুক্ষ-শুষ্ক ত্বক ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তাই পুরুষের উচিত এ সময় দাড়ির বিশেষ যত্ন নেওয়া। এক্ষেত্রে কী করণীয়, চলুন জেনে নেওয়া যাক-

দাড়ি আঁচড়ান নিয়মিত

দাড়ির স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত আঁচড়াতে হবে। এতে দাড়ির গোড়ায় রক্ত চলাচল বাড়বে। অনেকেরই অভ্যাস আছে বারবার দাড়িতে হাত দেওয়ার। এ কারণে ইনফেকশন হওয়ার ঝুঁকি বাড়ে। তাই দিনে একাধিকবার দাড়িতে হাত দেবেন না।

বিয়ার্ড অয়েল ব্যবহার করুন

শীতে প্রতিদিন গোসল করুন। এরপর ব্যবহার করুন বিয়ার্ড অয়েল। হাতে কয়েক ফোঁটা এই তেল নিয়ে দাড়িতে ভালো করে লাগিয়ে নিন। তাতে দাড়ি লম্বা হবে দ্রুত। একই সঙ্গে চুলকানি, ফুসকুড়ি ও খুশকির সমস্যাও কমবে।

তবে প্রথমবার জন্য বিয়ার্ড অয়েল ব্যবহার করার সময় সতর্ক থাকবেন। অ্যালার্জি আছে কি না কিংবা তেলটি মানসম্পন্ন কি না তা যাচাই করে তবেই বিয়ার্ড অয়েল ব্যবহার করুন দাড়িতে।

ত্বকে ময়েশ্চারাইজার মাখুন

শীত পড়তেই ত্বকের আর্দ্রতা হারিয়ে যেতে শুরু করে। এতে দাড়ি চুলকাতে পারে। একই সঙ্গে বের হতে পারে ফুসকুড়ি। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ভালো মানের ময়েশ্চারাইজার মাখলে ফিরবে ত্বকের আর্দ্রতা। এতে ত্বকের শুষ্কতা কমবে ও দাড়িও ভালো থাকবে।

গরম পানিতে মুখ ধোবেন না

শীতে অনেকেই হাত-মুখ ধোয়া থেকে শুরু করে গোসল সবকিছুতেই ব্যবহার করেন গরম পানি। তবে আপনার এই অভ্যাসে ক্ষতিগ্রস্ত হতে পারে দাড়ি। এতে দাড়ি রুক্ষ হয়ে যায়। তারপর উঠে যেতে শুরু করে। তাই এই সময় খুব গরম পানিতে মুখ ধোবেন না। তার বদলে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/জিকেএস

Read Entire Article