শীতের রাতে গাজায় ফের হামলা শুরু করল ইসরায়েল

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত এবং সাতজন আহত হয়েছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির সর্বশেষ লঙ্ঘন হিসেবে এই হামলার ঘটনা ঘটেছে বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। চিকিৎসা সূত্র আলজাজিরাকে জানিয়েছে, শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত ইসরায়েলি অভিযানের লক্ষ্যবস্তু ছিল দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিস এলাকা, গাজা শহরের দক্ষিণ-পূর্বে জেইতুন মহল্লা এবং অবরুদ্ধ উপত্যকার আরও কয়েকটি আবাসিক এলাকা। খান ইউনিসে এক হামলায় একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে এক ফিলিস্তিনি ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালায় সেটি। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন বলে চিকিৎসা সূত্র নিশ্চিত করেছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের জেইতুন এলাকার পূর্বাংশে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে দাবি করেছে, তাদের বাহিনী দক্ষিণ ও উত্তর গাজার বিভিন্ন এলাকায় তিনজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তিরা ইসরায়েলি বাহিনীর জন্য হুম

শীতের রাতে গাজায় ফের হামলা শুরু করল ইসরায়েল

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত এবং সাতজন আহত হয়েছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির সর্বশেষ লঙ্ঘন হিসেবে এই হামলার ঘটনা ঘটেছে বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

চিকিৎসা সূত্র আলজাজিরাকে জানিয়েছে, শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত ইসরায়েলি অভিযানের লক্ষ্যবস্তু ছিল দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিস এলাকা, গাজা শহরের দক্ষিণ-পূর্বে জেইতুন মহল্লা এবং অবরুদ্ধ উপত্যকার আরও কয়েকটি আবাসিক এলাকা।

খান ইউনিসে এক হামলায় একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে এক ফিলিস্তিনি ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালায় সেটি। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন বলে চিকিৎসা সূত্র নিশ্চিত করেছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের জেইতুন এলাকার পূর্বাংশে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে দাবি করেছে, তাদের বাহিনী দক্ষিণ ও উত্তর গাজার বিভিন্ন এলাকায় তিনজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তিরা ইসরায়েলি বাহিনীর জন্য হুমকি সৃষ্টি করছিলেন এবং তাদের মধ্যে একজন সামরিক সরঞ্জাম চুরি করছিলেন।

তবে গাজার চিকিৎসা সূত্রের প্রতিবেদনের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি করা ঘটনাগুলো একই কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে গাজায় চলমান মানবিক সংকট আরও গভীর হয়েছে। শনিবার চরম শীতের কারণে সাত দিনের এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

মাহমুদ আল-আকরা নামের ওই নবজাতক মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় মারা যায়। দ্রুত তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি ইসরায়েলি অবরোধের কারণে প্রয়োজনীয় জ্বালানি, আশ্রয় ও মৌলিক উপকরণের সংকট এই মৃত্যুর পেছনে বড় ভূমিকা রেখেছে বলে চিকিৎসা সূত্র উল্লেখ করেছে।

চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা ও মানবিক বিপর্যয়ের এসব ঘটনা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow