শীর্ষ অলরাউন্ডার হার্দিক, ব্যাটিংয়ে ৬৯ ধাপ লাফ তিলকের

2 months ago 29

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ফের শীর্ষস্থান দখলে নিয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া। এক সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে ব্যাটিং র‌্যাংকিংয়ে অবিশ্বাস্য লাফ দিয়েছেন তারই স্বদেশি তিলক ভার্মা। ৬৯ ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা সিরিজে ব্যাটে-বলে দলের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখেন হার্দিক। ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৩৯ রানের সঙ্গে সিরিজ নির্ধারণী ম্যাচে তিন ওভারে মাত্র ৮ রান দিয়ে ১ উইকেট শিকার করেন।

এমন পারফরম্যান্সে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন হার্দিক। এর আগে চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফর্ম করে এক নম্বর অলরাউন্ডার হয়েছিলেন তিনি।

লিয়াম লিভিংস্টোনকে সরিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে এক নম্বরে উঠেছেন হার্দিক। এই হালনাগাদের আগে তিনি ছিলেন তিনে। শীর্ষে থাকা লিয়াম লিভিংস্টোন নেমে গেছেন তৃতীয় স্থানে। আগের মতোই দ্বিতীয় স্থানে আছেন দীপেন্দ্র সিং আইরে।

এদিকে ভারতের ২১ বছর বয়সী ব্যাটার তিলক ভার্মা প্রোটিয়াদের বিপক্ষে অবিশ্বাস্য ব্যাটিং কারিশমা দেখিয়েছেন। সিরিজে দুটি সেঞ্চুরিসহ ২৮০ রান করেন তিলক, হন প্লেয়ার অব দ্য সিরিজ।

আইসিসি ব্যাটিং র‌্যাংকিংয়ে তিনি এক ঝটকায় ৬৯ ধাপ লাফ দিয়েছেন। ঢুকে পড়েছেন সেরা তিনে। তিলককে জায়গা করে দিয়ে চার নম্বরে নেমে গেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে এগিয়েছেন অ্যাডাম জাম্পা। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভালো করে জাম্পা পাঁচ ধাপ এগিয়ে এসেছেন তিন নম্বরে। শীর্ষে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ, দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ওয়ানডে বোলার র‌্যাংকিংয়ে ছয় ধাপ এগিয়ে শীর্ষ দশে ঢুকেছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা। ষষ্ঠস্থানে আছেন তিনি। পাঁচ ধাপ পিছিয়ে ১২তম স্থানে নেমে গেছেন ট্রেন্ট বোল্ট। বাংলাদেশিদের মধ্যে সবার উপরে আছেন মেহেদী হাসান মিরাজ (২৩তম)।

ওয়ানডে ব্যাটার র‌্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়েছেন নিউজিল্যান্ডের উইল ইয়ং, ২২তম স্থানে আছেন তিনি। নয় ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠেছেন কুশল মেন্ডিস। বাংলাদেশিদের মধ্যে সবার উপরে ২৪তম স্থানে আছেন নাজমুল হোসেন শান্ত।

এমএমআর/এমএস

Read Entire Article