শীর্ষস্থান মজবুত করল সিলেট

2 months ago 32
ইনিংস ও ১৩৯ ব্যবধানে ঢাকা মেট্রোকে হারাল সিলেট বিভাগ। দুর্দান্ত জয়ে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করল অমিত হাসানের নেতৃত্বাধীন সিলেট। দিনের অপর দুই ম্যাচে ৯ উইকেটের ব্যবধানে জিতেছে চট্টগ্রাম ও ঢাকা বিভাগ। তবে রংপুরের সঙ্গে সমানে লড়ছে বরিশাল। তৃতীয় দিন শেষে ১৩৩ রানে এগিয়ে পয়েন্ট টেবিলের তলানীতে থাকা বরিশাল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা ঢাকা মেট্রোকে ১০৭ রানে আটকে দেয় সিলেট। একাই পাঁচ উইকেট নেন পেসার সৈয়দ খালেদ আহমেদ। ১৩৯ রান ও ইনিংস ব্যবধানে জয় পায় সিলেট। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ বরিশাল, ম্যাচটি হবে সিলেটেই। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৯ উইকেটে জিতেছে ঢাকা বিভাগ। আগে ব্যাটিং করা খুলনা প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ছিল ব্যর্থ। ১০৪ রানের সহজ লক্ষ্য পেয়ে দ্রুতই জয় তুলে নেয় ঢাকা। এক সেশনেও ব্যাটিং করতে হয়নি রনি তালুকদার, আরিফুল ইসলামদের। এদিকে, জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বড় জয় পেয়েছে চট্টগ্রামও। রাজশাহীর দেওয়া ৮৩ রানের লক্ষ্য সাদিকুর রহমানের অপরাজিত ৪৭ রানের ইনিংসেই চড়ে সহজ জয় পায় তারা। রাজশাহীতে বরিশাল ও রংপুরের ম্যাচটি গড়িয়েছে চতুর্থ দিনে। প্রথম ইনিংসে ১৪ রানে লিড পাওয়া বরিশাল তৃতীয় দিন শেষে ১ উইকেটে তোলে ১১৯ রান। বড় কোনো কিছু না হলে ম্যাচটির ফল ড্রই হতে পারে।
Read Entire Article