শুক্রবার পর্দায় ফারুকীর ‘৮৪০’সহ তিন ছবি

2 weeks ago 16

শুক্রবার পর্দায় আসছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন সিনেমা ‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। গত ৬ ডিসেম্বর জাগো নিউজ জানিয়েছিল সেখবর। আজ (৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো ছবির পোস্টার।

ওই একই দিনে মুক্তি পাবে আরও দুটি বাংলা সিনেমা। একটি শবনম পারভীনের ‘হুরমতি’ ও অন্যটি বেলাল সানীর ‘ডেঞ্জার জোন’। ‘ডেঞ্জার জোন’-এর শুটিং হয়েছিল ২০১৮ সালে। ছবিতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও ফাল্গুনি রহমান জলি। অন্যদিকে ২০১৯ সালে শুটিং হওয়া ‘হুরমতি’ ছবিতে শবনম পারভীনের সঙ্গে আছেন ছয় নায়ক শ্রাবণ শাহ, সমাপ্তি মাশুক, সনি রহমান, নিলয়, অভি ও টুকু।

অন্যদিকে ফারুকী নির্মিত ‘৮৪০’-এ অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মমসহ রাজশাহী ও নওগাঁর বেশ কয়েকজন স্থানীয় শিল্পী। ছবি প্রসঙ্গে ফারুকী জানিয়েছেন, আগের অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি বানান ‘৪২০’। আরেক অন্তর্বর্তী সরকারের আমলে আনছেন ‘৮৪০’।

মনে করিয়ে দেওয়া দরকার, এর আগে বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিকে ব্যাঙ্গাত্মক করে তুলে ধরেছিলেন তিনি ‘৪২০’-নামের ধারাবাহিকে। ভীষণ আলোচনা সৃষ্টি করেছিলেন সেটি। ‘৮৪০’-এও থাকবে রাজনৈতিক গল্প, সংলাপ ও ভাবনা।

যৌথভাবে ‘৮৪০’ প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, ইম্প্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজালয় চৌধুরী ও মেকআপের দায়িত্বে ছিলেন খাইরুল ইসলাম।

এলএ/আরএমডি

Read Entire Article