শুধু ভালো ক্রিকেট নয়, আমাদের স্মার্ট হতে হবে: লিটন

3 months ago 40

আগামীকাল বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের আগে দুই দলের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। আরব আমিরাতের মতো ছোট দলের কাছে সিরিজ হেরে পাকিস্তান সফরে এসেছে বাংলাদেশ। অন্যদিকে সদ্য ঘরোয়া ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট পিএসএল শেষ করায় পাকিস্তানের ক্রিকেটাররা বেশ উৎফুল্ল।

চাঙা মনোভাবের পাকিস্তানের বিপক্ষে ভালো করতে হলে অবশ্যই বাংলাদেশকে আরও বেশি ভালো করতে হবে। সঙ্গে কৌশলীও হতে হবে টাইগারদের। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে সেটিই বলেছেন অধিনায়ক লিটন দাস।

লিটন বলেন, ‘পিএসএলে আমরা যেমন দেখেছি, এখানের কন্ডিশন একই। হাই স্কোরিং ম্যাচ হয় এখানে। তাই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। শুধু ভালো ক্রিকেট নয়, মাঠে স্মার্ট হতে হবে আমাদের।’

‘আরব আমিরাতে আমরা তিন ম্যাচ খেলেছি। প্রতিটিতে দ্বিতীয় ইনিংসে এটি (শিশিরের প্রভাব) মনে হয়েছে। ওই সব ম্যাচে শিশির মূল ফ্যাক্টর ছিল। তবে আমি জানি না, লাহোরে শিশির পড়ে কি না। অনুশীলনে আমরা কোনো শিশির দেখিনি। দেখা যাক।’

আমিরাতের বিপক্ষে সিরিজ হারায় বাংলাদেশ দলের কঠোর সমালোচনা করেছেন ভক্তরা। বিষয়টি স্বাভাবিক বলে মেনে নিয়েছেন লিটন।

টাইগার অধিনায়ক বলেন, ‘আলোচনা-সমালোচনা হবেই। ভালো ক্রিকেট না খেললে এটা তো নরম্যাল জিনিস। তবে আমাদের সবারই চেষ্টা থাকে, ভালো ক্রিকেট কীভাবে খেলতে পারি এবং আমরা জানি কোথায় কী ভুল করেছি। আমরা চেষ্টা করব ওই জিনিসটা যেন এখানে পুনরাবৃত্তি না হয়। আমার মনে হয়, আমরা খুব ভারসাম্যপূর্ণ দল। ভালো ম্যাচ উপভোগ করব।’

পাকিস্তানের বিপক্ষে ভালো করার প্রত্যাশা নিয়ে লিটন বলেন, ‘সিরিজের প্রত্যাশা আমার একটাই যে, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই এবং আমরা আমাদের ক্রিকেট ডেভেলপ করতে পারছি না। শুধু ফল নয়, ফল সবসময় আপনার দিকে আসবে। তবে আপনি কীভাবে ক্রিকেট খেলছেন, এটা বড় জিনিস। তো আমার কাছে মনে হয় যে, আমরা যদি নিজেদের প্রক্রিয়া অনুসরণ করে ক্রিকেট খেলতে পারি তাহলে সাফল্যের ফল বেশি থাকবে।’

ধারাবাহিক ও দলগত পারফরম্যান্সের গুরুত্ব দিয়ে টাইগার কাপ্তান বলেন, ‘অবশ্যই এই দলে আমাদের ব্যাটিং রোলটা অনেক গুরুত্বপূর্ণ। আমিও সেটা জানি। আমি চেষ্টা করব যেন (পাকিস্তানের বিপক্ষে পারফরম্যান্সের) ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আর আমার দলে অনেকগুলো ব্যাটসম্যান আছে যারা সম্প্রতি খুব ভালো ফর্মে আছে। আমার মনে হয় না, টি-টোয়েন্টি শুধু একজনের খেলা। আমরা যদি ব্যাটিং ইউনিট দলগতভাবে ভালো করতে পারি, আমাদের ফল আসার সম্ভাবনা আছে।’

এমএইচ/

Read Entire Article