টস হেরে ব্যাট করতে নেমে বিপাকে বাংলাদেশ। ৮ রানের মাথায় পরপর ২ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করেছে স্বাগতিকরা। তানজিদ হাসান তামিমকে বাদ দিয়ে ওপেনিংয়ে ফেরা হয় সৌম্য সরকারকে। সঙ্গে ছিলেন সাইফ হাসান।
দ্বিতীয় ওভারের ৫ম বলেই সাইফ হাসানকে প্যাভিলিয়নে ফেরান রোমারিও শেফার্ড। ৩ রানে বিদায় নেন তিনি। এরপরের ওভারের প্রথম বলেই জাইডেন সিলসকে কভার পয়েন্ট এরিয়া দিয়ে খেলতে গিয়ে অনায়াসে ক্যাচ তুলে দিলেন সৌম্য। ৪ রান করে আউট হন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১১ ওভারে ৩৬ রান।
এর আগে, টস হেরে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমরাও ব্যাটিং করতে চেয়েছিলাম। এটা আমাদের হোম গ্রাউন্ড, আর আমরা এই উইকেটে আত্মবিশ্বাসী। আমরা অনেক কিছু নিয়ে কথা বলি; কিন্তু এটা নতুন ম্যাচ। আমি আশা করি, সবাই নিজের ভূমিকা বুঝে ইতিবাচকভাবে নেবে। কখনও খারাপ পারফরম্যান্স হতে পারে, কিন্তু আমরা সবাই একমত—এটা নতুন দিন, সবাই যেন আরও ভালো করে। আমাদের দলে দুজন পেসার, তিনজন স্পিনার এবং সাতজন ব্যাটার আছে। ’
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম