শুরুতেই ৩ উইকেট তুলে ক্যারিবীয়দের চেপে ধরেছে বাংলাদেশ

1 month ago 24

ক্রিকেট কৌশলের খেলা, বিশেষ করে টেস্ট ক্রিকেট। কৌশল করে খেলতে পারলে ফলাফল নিজেদের পক্ষে আনা সহজ। অ্যান্টিগা টেস্টে বাংলাদেশও একটু কৌশলী হয়ে খেলার চেষ্টা করলো।

চতুর্থ দিনের খেলা ব্যাট হাতে শুরুর কথা থাকলেও কৌশলের অংশ হিসেবে ইনিংস ঘোষণা করে বোলিং নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজকে। মেহেদী হাসান মিরাজের এই কৌশল যেন দারুণ কাজে দিলো।

দিনের শুরুতে পিচ থেকে যে সুবিধা পাওয়া যায়, তা যেন পুরোপুরিই আদায় করে নিয়েছে বাংলাদেশ। ৩৯ রানে ওয়েস্ট ইন্ডিজের ৩ ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামরা।

এই প্রতিবেদন লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১২ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ৩৯ রান। অ্যালিক অ্যাথানাজে ১ ও কাভিম হজ অপরাজিত আছেন ৩ রানে। ক্যারিবিয়ানদের লিড এখন ২২০ রানের।

গতকাল রোববার ৯ উইকেটে ২৬৯ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করে টাইগাররা। সে হিসেবে আজ মাঠে নামার কথা ছিল গতকালের অপরাজিত দুই ব্যাটার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে খেল দেখায় বাংলাদেশ। ক্যারিবীয়দের শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন। পঞ্চম ওভারে ওপেনার মিকেইল লুইসকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান তিনি। ১৮ বলে ৮ রান করে বিদায় নেন লুইস।

১১তম ওভারে কেসি কার্টতিকেও তুলে নেন তাসকিন। ১৩ বলে ৩ রান করেই সাজঘরে পথে হাঁটেন ক্যারিবীয় ব্যাটার। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে ২৩ রানের (৩৫ বলে) বেশি করতে দেননি শরিফুল ইসলাম।

এমএইচ/এএসএম

Read Entire Article