শেকৃবিতে ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজ ও ভ্রাতৃত্বের উপহার

2 months ago 9

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রশিবির পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে। পাশাপাশি অসহায় মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়।

শনিবার (৭ জুন) দুপুর দেড়টায় শেরেবাংলা হল ক্যান্টিনে ‘ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ত্যাগের মহিমায় কোরবানি এবং মধ্যাহ্নভোজ ২০২৫’ শীর্ষক এই আয়োজন করা হয়। যেখানে কোরবানি করা হয় দুইটি গরু ও একটি খাসি।

অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন ধর্মের শতাধিক শিক্ষার্থী। দুপুরের ভোজ শেষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ‘ভ্রাতৃত্বের উপহার ২০২৫’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও এলাকার শতাধিক অসহায় মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, দূরে থাকায় পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারিনি। কিন্তু আজকের এই আয়োজন সেই অভাব কিছুটা হলেও পূরণ করেছে। এখানে একসঙ্গে খাওয়া, কোরবানির মাংস বিতরণসহ সবকিছুই খুব আবেগঘন ছিল।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রশিবির পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

মধ্যাহ্নভোজে অংশগ্রহণকারী সনাতন ধর্মাবলম্বী এক শিক্ষার্থী বলেন, আমি মুসলিম না, কিন্তু এই আয়োজনে অংশ নিতে পেরে খুব ভালো লেগেছে। এখানে ধর্মের বেড়া না রেখে সবাইকে একসঙ্গে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়েছে- এটাই সবচেয়ে বড় বিষয়। এমন আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ শিক্ষাঙ্গনে সত্যিই অনুপ্রেরণাদায়ক।

অনুষ্ঠানে শেকৃবি শাখা ছাত্রশিবির সভাপতি মো. আবুল হাসান বলেন, ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ। আমরা চাই এই ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে সমাজের সব স্তরের মানুষের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা ছড়িয়ে দিতে। এই আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগাতে চেয়েছি এবং সমাজের অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটাতে চেয়েছি।

সাইদ আহম্মদ/কেএসআর/জেআইএম

Read Entire Article