শেকৃবিতে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু ৭ জানুয়ারি

2 days ago 11

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ৭ জানুয়ারি। এর আগে ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন।

সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী ৬ জানুয়ারি সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এছাড়া স্ব স্ব অনুষদের ক্লাশ রুটিন অনুযায়ী আগামী ৭ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে।

নবীন শিক্ষার্থীদের যথাসময়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত থাকতে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাইদ আহম্মদ/কেএসআর

Read Entire Article