শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহনাজ সরকারের পিএসসির সদস্যপদে নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার (১৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সদ্য নিয়োগপ্রাপ্ত নিম্নবর্ণিত ০৬ (ছয়) জন ব্যক্তির বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগের আদেশ মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এতদ্বারা বাতিল করা হলো।
নিয়োগ বাতিল করা হয়েছে যাদের- অধ্যাপক শাহনাজ সরকার, মো মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, মো মিজানুর রহমান, শাব্বির আহ্মদ চৌধুরী ও অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান।
এর আগে ২ জানুয়ারি অধ্যাপক ড. শাহনাজ সরকারসহ মোট ৬ জনকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের শপথ স্থগিত চেয়ে ৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে চিঠি পাঠিয়েছিল পিএসসি। পিএসসির অনুরোধের পরিপ্রেক্ষিতে নতুন ছয় সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করেন সুপ্রিম কোর্ট। ১৩ জানুয়ারি তাদের নিয়োগ বাতিল করা হয়।
সাইদ আহম্মদ/জেএইচ/এমএস