শেখ মুজিবের চেয়ে তার মেয়ে বেশি ভয়ংকর : শামসুজ্জামান দুদু

3 weeks ago 15

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ মুজিবের চেয়ে তার মেয়ে আরও বেশি ভয়ংকর। হাসিনা আবার না কি ফিরে আসার চিন্তা করছে। আসেন, আপনাকে জবাবদিহি করতে হবে কত মানুষকে আপনি খুন করেছেন। কত লাখ হাজার কোটি টাকা পাচার ও কেন গণতন্ত্র হত্যা করেছেন। বাংলাদেশের মানুষকে আপনি ভারতের দাসত্বে রূপান্তর করেছিলেন তারও জবাব দিতে হবে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে রংপুরে বিএনপির বিজয় র‍্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ১৬ বছরে ইলিয়াস আলীসহ ২০ হাজার বিএনপি নেতাকর্মীকে গুম ও  নিখোঁজ করা হয়েছে। না হয় আইন-আদালতের মারপ্যাঁচে জীবন শেষ করে দিয়েছে। তিনি বলতেন মুজিব কন্যা পালায় না, কিন্তু এমন দৌড় দিয়েছে বাংলাদেশে এইরকম দৌড় আর কেউ দেয়নি।

দুদু আরও বলেন, যার কণ্ঠস্বরে একাত্তরের মুক্তিযুদ্ধ, যিনি কালুরঘাট বেতার থেকে বলেছিলেন ‘আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করলাম’। এ ঘোষণার বাইরে কিছু প্রতারক আছে শহীদ জিয়াকে ছোট করার জন্য হান্নান, মান্নানসহ অনেকের নাম সামনে আনা হয়েছে।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা বিএনপি নেতা এমদাদুল হক ভরসা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, বিএনপি নেতা আব্দুস সালাম প্রমুখ। 

বিকেলে বিজয় র‍্যালিটি নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়। জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া মঞ্চ, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Read Entire Article