শেখ মেহেদীর তোপের পর তানজিদ তামিমের ঝড়, উড়ে গেল পারটেক্স

4 hours ago 5

লিজেন্ড অব রূপগঞ্জের বোলাররাই করে দিয়েছেন অর্ধেক কাজ। আগে ব্যাট করা পারটেক্স স্পোর্টিং ক্লাবকে মাত্র ১২৯ রানে গুটিয়ে দিয়েছেন শেখ মেহেদী-শরিফুল ইসলামরা। শেখ মেহেদী একাই দখল করেছেন ৪ উইকেট।

ব্যাট হাতে বাকি কাজটা করেছেন তানজিদ হাসান তামিম। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। পারটেক্সের বোলারদের ওপর স্টিমরোলার চালিয়ে দুুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি ব্যাটার। তানজিদ তামিমের ঝোড়ো সেঞ্চুরিতে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে লিজেন্ড অব রূপগঞ্জ।

১৩০ রানের লক্ষ্য টপকাতে লিজেন্ড অব রুপগঞ্জের লেগেছে মাত্র ১৮.৪ ওভার। তানজিদ তামিমকে অপরপ্রান্ত থেকে সহায়তা করেন আরেক ওপেনার সাইফ হাসান। ৫৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। তানজিদ তামিম খেলের হার না মানা ৫৬ বলে ১০৩ রানের (১০ চার ৭ ছক্কা) বিধ্বংসী ইনিংস।

এর আগে পারটেক্সের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ৪১ রান করেন রুবেল মিয়া। আহরার আমিন ২৪, মোহাম্মদ শহিদুল ইসলাম ১৯ ও জয়রাজ শেখ ১৬ রান করেন। এতে ৩৪.৪ ওভারে গুটিয়ে যায় পারটেক্সের ইনিংস।

লিজেন্ড অব রূপগঞ্জের শেখ মেহেদী ৩৪ রানে ৪ এবং রহমান রেজাউর রাজা ও শরিফুল ইসলাম নেন ২টি করে উইকেট।

এমএইচ/

Read Entire Article