বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, শেখ হাসিনা সংবিধানকে একটি দলের মেনিফেস্টো বানিয়েছিল এবং স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ধুলিসাৎ করেছে। সেই সংবিধানের আমরা পরিবর্তন চাই। সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা লড়াই করছি।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নোয়াখালী জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসলে খুনের আসামি হিসেবে আসবে, রাজনৈতিক নেতা হিসেবে নয়।
তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে শাহজাহান বলেন, আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনের আগে তৃণমূল শক্তিশালী না হলে সব অর্জনই ব্যর্থ হয়ে যাবে। এ সময় তিনি দলের সব নেতাকর্মীকে সাধারণ মানুষের পাশে থাকতে বলেন। কেউ কোনো অন্যায় অনিয়মে যুক্ত হলে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন।
জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুর রহিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, বিএনপি নেতা মাহবুব আলমগীর আলো।