শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি

3 months ago 101

আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ জুন সকালের মধ্যে ট্রাইব্যুনালে সশরীর উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে জবাব দিতে বলা হয়েছে তাকে। 

সোমবার (২৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার (জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ) এএসএম রুহুল ইমরানের সই করা এ বিজ্ঞপ্তি দৈনিক যুগান্তর ও নিউএজ পত্রিকায় প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর নির্দেশক্রমে রুহুল ইমরান ২৫ মে এই বিজ্ঞপ্তিতে সই করেন। 

বিজ্ঞপ্তিতে একই অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলম (৪০) নামের ব্যক্তিকেও ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও শাকিল আলমের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১-এ আদালত অবমাননার অভিযোগ এনেছেন চিফ প্রসিকিউটর। অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য দুজনকে নোটিশ দেওয়া সত্ত্বেও তারা ট্রাইব্যুনালে উপস্থিত হননি। কোনো জবাব দাখিল করেননি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আত্মপক্ষ সমর্থনের অধিকতর সুযোগ দেওয়ার লক্ষ্যে তাদের আবার নোটিশ দেওয়া হলো। তারা আগামী ৩ জুন সকাল ১০টায় ট্রাইব্যুনালে সশরীর উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে জবাব বা বক্তব্য দেবেন। তা না হলে সেই ধার্য তারিখে অথবা পরবর্তী যে কোনো তারিখে তাদের অনুপস্থিতিতে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকার্য সম্পন্ন হবে।

Read Entire Article