শেখ হাসিনার পিএ জাহাঙ্গীরের ১ কোটি ১৪ লাখ টাকা ফ্রিজ

2 months ago 5

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) মো. জাহাঙ্গীর আলমের দুটি ব্যাংক হিসাব ও একটি সঞ্চয়পত্রের ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৩২৯ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ জুন) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সহকারী পরিচালক পিয়াস পাল ফ্রিজের আবেদন করেন। আবেদনে বলা হয়, মো. জাহাঙ্গীর আলমের (৫৫) নিজ নামে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার অবৈধ সম্পদ রয়েছে। এছাড়া তার মালিকানাধীন বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের নামে ৮টি ব্যাংকের ২৩টি হিসাবে জমা রয়েছে ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা। এসব অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা স্থানান্তর করার অপরাধে মামলা হয়েছে।

তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি তার মালিকানাধীন অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে অত্র মামলায় আদালতের বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই, মামলার তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিলের পর আদালত বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে অস্থাবর সম্পত্তিগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন।

Read Entire Article