শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে হবে: খোকন

6 days ago 9

গণহত্যাকারীদের রাজনীতির সুযোগ জনগণ আর দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর গাবতলী জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা মাঠে আয়োজিত বিএনপির কর্মী সভায় তিনি এ মন্তব্য করেন।

খায়রুল কবির খোকন বলেন, জালিম সরকারকে আর কখনো দেশের জনগণ দেখতে চায় না। তাদের বিচার চায়। তাই শেখ হাসিনাসহ সব খুনিদের বিচার বাংলার মাটিতে করতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর পুলিশের মাধ্যমে অত্যাচার-নির্যাতন চালিয়ে দলীয় কার্যক্রম করতে দেয়নি আওয়ামী লীগ। বেগম জিয়াকে ফরমায়েশি রায়ে সাজার পাশাপাশি ৪ লাখ মামলায় ৬০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। সবশেষ জুলাইয়ে ছাত্র-জনতার যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতেও হত্যা চালিয়েছেন শেখ হাসিনা।

চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসেদ ভুইয়া, যুগ্ম আহ্বায়ক আবু সালেহ চৌধুরী, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসেন বিদ্যুৎসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

সঞ্জিত সাহা/জেডএইচ/এএসএম

Read Entire Article