শেখ হাসিনার বিতাড়নে গায়ে জ্বালা ধরেছে ভারতের: আবদুল হান্নান মাসউদ

2 weeks ago 5

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার বিতাড়নে ভারতের গায়ে জ্বালা ধরেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

তিনি বলেন, শেখ হাসিনার মতো দাসকে এতদিন ক্ষমতায় বসিয়ে ভারত বাংলাদেশকে শোষণ করেছিল। এখন যতোই ষড়যন্ত্র করুক ওই সুযোগ তারা আর পাবে না।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর হাতিয়ার চানন্দী ভূমিহীন বাজারে স্থানীয়দের আয়োজনে ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

আবদুল হান্নান মাসউদ বলেন, দিল্লিতে দাঙ্গা লাগিয়ে যারা হাজারো মুসলমানকে হত্যা করেছে। তারা এখন বাংলার জনগণকে সাম্প্রদায়িকতা শেখায়। বাংলার ছাত্র-জনতা যখন তাদের দাস শেখ হাসিনাকে বিতাড়িত করেছে তখন তারা এদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প বানায়।

তিনি বলেন, বাংলাদেশের সীমান্তের ওপারে বসে দিল্লির দালালসহ দাদাবাবুরা আমাদের চোখ রাঙাচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখবেন-ভবিষ্যতে আমার দেশের মাটির দিকে যারা হাত বাড়াবে তাদের নিজের দেশের মাটিও নিরাপদ থাকবে না।

সমাবেশে চানন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম কে বেলালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সমন্বয়ক হাফিজুর রহমান, নোয়াখালী জেলা সমন্বয়ক আরিফুর রহমান, ছাত্র সমন্বয়ক নুর আলম, স্থানীয় ব্যবসায়ী এম এ হাশেম, আমির হোসেন ডিপ্টি, জাকের হোসেন, শিক্ষক আক্তার হোসেন, জিয়া মঞ্চের সভাপতি বোরহান শিকদার প্রমুখ।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস

Read Entire Article