জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হতে পারে।
রোববার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এ কার্যক্রম সম্প্রচার করা হতে পারে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।
আরও পড়ুন
তিনি বলেন, দুপুর ১২টায় আদালত বসবে এবং শুনানি হবে।
শনিবার (৩১ মে) বিকেলে এক ক্ষুদেবার্তায় তিনি জানান, রোববার শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে। বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে এ শুনানি সরাসরি সম্প্রচার করা যাবে।
এফএইচ/বিএ/এমএস