শেরপুর জেলা ওলামা লীগের সভাপতি নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে শেরপুর শহরের বাগরাকশা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৫ আগস্টের ঘটনায় শেরপুর সদর থানায় দায়ের করা নাশকতার মামলা রয়েছে এ আওয়ামী ওলামা লীগের নেতার বিরুদ্ধে। ৫ আগস্ট ছাত্র জনতার ওপর হামলা ও নাশকতা করার অভিযোগে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে খুঁজছিল। এ ব্যাপারে থানায় মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিল।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে তিনি গোপনে বাসায় আসলে পুলিশ খবর পেয়ে পরদিন শনিবার রাতেই তাকে গ্রেপ্তার করে।
ওসি মো. জুবায়দুল আলম বলেন, গত ৫ আগস্টের ঘটনার মামলায় জেলা ওলামা লীগের সভাপতি নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।