শেরপুরে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

2 days ago 9

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) মধ্যরাতে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিল্লাল ২ নম্বর নন্নী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান । অপরজন সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক বাক্কারের সহযোগী গোলকীপার রবিন।

বিল্লাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে গেল বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে ছাত্র হত্যা এবং মিরপুরে গার্মেন্টকর্মী নালিতাবাড়ীর আসিফ হত্যার অভিযোগে পৃথক মামলা রয়েছে।

অপরদিকে গোলকিপার রবিনের বিরুদ্ধে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মুহূর্তে নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরসহ নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিল্লাল হোসেন চৌধুরীকে শুক্রবার রাত ১টার দিকে শ্বশুরালয় মানুপাড়া থেকে এবং রবিনকে নালিতাবাড়ী শহর থেকে গ্রেপ্তার করা হয়। আজ তাদের আদালতে সোপর্দ করা হবে।

Read Entire Article