শেরপুরে পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

2 months ago 27

শেরপুরের শ্রীবরদীতে পুকুরে ডুবে দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু রেজুওয়ানা ও রেজবানা কৃষ্ণপুর এলাকায় রাকিবুল ইসলাম রকির সন্তান। দুজনেরই বয়স দেড় বছর।

নিহতের পরিবার জানায়, রেজুওয়ানা ও রেজবানা বেশিরভাগ সময়ই নানার বাড়িতে থাকত। বুধবার সকালে খেলতে বের হয়ে একপর্যায়ে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, মৃত শিশুদের সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

ইমরান হাসান রাব্বী/এএইচ/জিকেএস

Read Entire Article