শেরপুরে মাদককাণ্ডে ছাত্রদল নেতাকে অব্যাহতি

4 weeks ago 22

হেরোইনসহ যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ায় শেরপুরের নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

শনিবার (৭ ডিসেম্বর) রাতে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদ মর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অব্যাহতি প্রদান করা হয়।

সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর রাতে পৌরশহরের কালিনগর এলাকায় পরিত্যক্ত একটি ছাপরা ঘরে কতিপয় ব্যক্তি অবৈধ মাদক বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও থানা পুলিশের একটি দল। এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলমসহ ৪ জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে সিগারেটের প্যাকেটে সাদা পলিথিনে মোড়ানো ৫ পুড়িয়া হেরোইন উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ।

পরে এ ঘটনায় নড়েচড়ে বসে ছাত্রদল। শনিবার রাতেই কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের নির্দেশে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অব্যাহতির সিদ্ধান্ত জানানো হয়। এ ঘটনায় শেরপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন বলেন, পুলিশে আটকের ঘটনার বিভিন্ন মিডিয়ায় মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় ছাত্রদল এই সিদ্ধান্ত দিয়েছে। আমরা জেলা ছাত্রদল চাই এই ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত সবার ক্ষেত্রেই নেওয়া হোক। শহীদ জিয়ার আদর্শের সংগঠনে কোনো মাদক সংশ্লিষ্টদের ঠাঁই নেই।

Read Entire Article