আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীর চেঙ্গুরিয়া আনছার আলী উচ্চবিদ্যালয়ের পাশে কোরবানির পশুর হাট বসানোয় সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
বুধবার (৪ জুন) দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে ট্রাক ও পিকআপভর্তি কোরবানির পশু আসতে থাকে হাটে। হাটের মাঠে জায়গার অভাবে বিক্রেতারা রাস্তার দুই পাশেও পশু নিয়ে অবস্থান নেন। ফলে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে।
ঢাকা থেকে ঈদের ছুটিতে আসা অঞ্জলী মারাক বলেন, রাস্তার পাশ থেকে হাট সরিয়ে অন্যত্র নেওয়া দরকার। ছোট বাচ্চা নিয়ে দুই ঘণ্টা বাসে বসে আছি, এটা খুব কষ্টের।
- আরও পড়ুন
রাজধানীতে জমে উঠছে পশু বেচাকেনা, ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ বেড়েছে, থেমে থেমে চলছে গাড়ি
ঝিনাইগাতী থেকে শেরপুর সদর হাসপাতালে রোগী নিয়ে যাওয়া আমিনুল ইসলাম বলেন, রাস্তায় এমন যানজট থাকলে তো আমাদের মতো রোগীদের হাসপাতালে পৌঁছানোর আগেই বিপদ হয়ে যাবে।
হাটের ইজারাদার মো. হেলাল উদ্দিন বলেন, টানা কয়েক দিনের বৃষ্টির কারণে জেলার অন্যান্য হাট জমে ওঠেনি। আজ আবহাওয়া ভালো থাকায় ক্রেতা-বিক্রেতা বাড়ে এবং হাটে ভিড়ও বেড়ে যায়। এতে কিছুটা যানজট হয়েছে। প্রশাসন ও আমাদের স্বেচ্ছাসেবীরা যানজট নিরসনে কাজ করছেন।
তবে স্থানীয়রা বলছেন, ঈদ মৌসুমে এমন গুরুত্বপূর্ণ সড়কের পাশে পশুর হাট বসানো একেবারেই অনুপযুক্ত। সুষ্ঠু পরিকল্পনা ও বিকল্প স্থান নির্ধারণ না করলে প্রতিবছর একই চিত্রের পুনরাবৃত্তি ঘটবে।
উমর ফারুক সেলিম/কেএসআর

4 months ago
14









English (US) ·