শেরে বাংলানগরে জামায়াত নেতার উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

3 months ago 7

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে অসহায় পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন।

মঙ্গলবার (৪ জুন) শেরে বাংলানগর থানা জামায়াতের আয়োজনে এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মোবারক হোসাইন বলেন, সাহায্য করাটা কোনো অনুগ্রহ নয়, এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা জামায়াতের নীতিগত অঙ্গীকার।

তিনি আরও বলেন, যে কোনো সংকটে জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আজকের এ আয়োজন সেই দায়িত্ববোধ থেকেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলানগর থানা আমির আব্দুল আউয়াল আজম। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর জোন টিমের সদস্য অ্যাডভোকেট আজহারুল ইসলাম, থানা নায়েবে আমির শাহ আজিজুর রহমান তরুণ, থানা কর্মপরিষদ সদস্য সাইফুল আলম মাস্টার, ওয়ার্ড সভাপতি রিয়াদুল ইসলাম শামীম প্রমুখ।

এএএম/কেএসআর

Read Entire Article