শেষ ওভারে সোহানের ৩০ রানে রংপুরের শ্বাসরুদ্ধকর জয়

1 day ago 6
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর দারুণ এক রোমাঞ্চকর ম্যাচ ‍উপহার দিল দর্শকদের। এই মৌসুমে কাগজে কলমে দুর্দান্ত দুই দলের রোমাঞ্চকর ম্যাচে অধিনায়ক নুরুল হাসান সোহানের শেষ ওভারের অবিশ্বাস্য ইনিংসে ভর করে ৩ উইকেটের জয় পেয়েছে রংপুর রাইডার্স। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফরচুন বরিশাল প্রথমে ব্যাট করে ১৯৭ রানের বড় সংগ্রহ গড়ে। তবে শেষ ওভারে দরকার লাগা ২৬ রান রংপুর অধিনায়ক সোহান একাই করে রংপুরের জয় নিশ্চিত করে। টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ফরচুন বরিশাল। অধিনায়ক তামিম ইকবাল (৩৪ বলে ৪০) ও নাজমুল হোসেন শান্ত (৩০ বলে ৪১) ওপেনিং জুটিতে ৮১ রান যোগ করেন। ১০.১ ওভারে শান্ত ফিরে গেলে ৯০ রানের মাথায় তামিমও বিদায় নেন। এরপর ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্স ঝড় তোলেন। ২৯ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংসে তিনি হাঁকান ৭টি ছক্কা ও ২টি চার। তৌহিদ হৃদয় (১৮ বলে ২৩) ও মাহমুদউল্লাহ (০) তেমন অবদান রাখতে পারেননি। শেষদিকে ফাহিম আশরাফের ২০ রানে ভর করে বরিশাল ৫ উইকেটে ১৯৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। রংপুরের পক্ষে কামরুল ইসলাম ৩ ওভারে ৫৭ রান দিয়ে ২ উইকেট নেন। সাইফউদ্দিন, আকিফ জাভেদ ও জাহানদাদ খান ১টি করে উইকেট শিকার করেন। ১৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে রংপুর রাইডার্স। মাত্র ১ রানে ফিরে যান ইংলিশ তারকা অ্যালেক্স হেলস। এরপর সাইফ হাসান (১৯ বলে ২২) ও তৌফিক খান (২৮ বলে ৩৮) কিছুটা প্রতিরোধ গড়লেও দলটি ৬৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। এরপর পাকিস্তানের দুই ব্যাটার ইফতিখার আহমেদ (৩৬ বলে ৪৮) ও খুশদিল শাহ (২৪ বলে ৪৮) ম্যাচের লাগাম নিজেদের হাতে নেন। দুজনেই মারকাটারি ব্যাটিং করলেও ১৭.৫ ওভারে ইফতিখার ও ১৮.৩ ওভারে খুশদিল আউট হয়ে গেলে ম্যাচ আবার জমে ওঠে। শেষ তিন ওভারে যখন ৪১ রান প্রয়োজন ছিল, তখন থেকে শুরু হয় নাটকীয়তা। শাহীন আফ্রিদির করা ১৮ তম ওভারে আসে মাত্র ৩ রান। এরপর ১৯ তম ওভারে প্রথম দুই বলে ৬ মারলেও, পুরো ওভার ছিল নাটকীয়তায় ভরপুর। যেখানে রংপুরের এক ব্যাটার অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডে আউট হন। পরের বলে আরো এক উইকেট গেলে মনে হতে থাকে হয়তো রংপুর প্রথম হারের স্বাদ পাবে তবে তখনই ব্যাট হাতে ত্রাতা হিসেবে দাঁড়ান সোহান।   সামনে থেকে নেতৃত্ব দিয়ে চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং করে ৭ বলে ৩২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। শেষ ওভারে ২৬ রান প্রয়োজন হলেও ঠাণ্ডা মাথায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সোহান। কাইল মায়ার্স এর করা শেষ ওভারে ৩ ছয় ও ৩ চারে দলকে জেতান তিনি। বরিশালের পক্ষে জাহানদাদ খান ৪ ওভারে ২ উইকেট নেন, তবে ৪৮ রান খরচ করেন। শাহীন আফ্রিদি ও ফাহিম আশরাফ একটি করে উইকেট শিকার করেন।
Read Entire Article