শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ ৯৩ জনের, মোট ৬৫৮

2 hours ago 3
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে এবার মোট ৬৫৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বর্ধিত সময়ের শেষ দিনে ফরম নিয়েছেন ৯৩ জন। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান।  তিনি বলেন, ডাকসুর ২৮টি পদের জন্য মোট ৬৫৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে হল সংসদের চূড়ান্ত তথ্য এখনো হাতে আসেনি। এর আগে, সোমবার (১৮ আগস্ট) পর্যন্ত ১৮টি হল থেকে ১ হাজার ২২৬ শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন বলে জানান অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা বৃদ্ধির কারণ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, শেষ দিনে ব্যাপক ভিড় থাকায় অনেক শিক্ষার্থী ফরম সংগ্রহ করতে পারেনি। তাই শিক্ষার্থীদের সুযোগ দিতে সময় বাড়ানো হয়েছে। তবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ অভিযোগ করেছে, ছাত্রদলকে সুবিধা দিতেই সময় বাড়ানো হয়েছে। এ অভিযোগ নাকচ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এ নির্বাচনে কোনো দলীয় প্রতীক বা মার্কা নেই। সবাই শিক্ষার্থী, আর সবার জন্যই সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে।
Read Entire Article