শেষ ম্যাচে শরিফুলকে পাচ্ছে না বাংলাদেশ

3 months ago 8

পাকিস্তানের কাছে প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচটা তাই লিটন দাসদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর মিশন; কিন্তু সেই মিশনে পূর্ণশক্তির দলকে পাবেন না বাংলাদেশ অধিনায়ক।

কারণ, বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম শেষ ম্যাচের আগে ছিটকে গেছে দল থেকে। বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পেশির চোটের কারণে কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে শরিফুলকে।

আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলে আইপিএলে চলে যান মোস্তাফিজুর রহমান। তার পরিবর্তে দ্বিতীয় ম্যাচ থেকে বাঁ-হাতি পেসার হিসেবে খেলছেন শরিফুল। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগেই আইপিএলে পাওয়া ইনজুরির কারণে সিরিজ থেকেই ছিটকে যান মোস্তাফিজ। যার ফলে শরিফুলের ওপরই আস্থা রাখছিল টিম ম্যানেজমেন্ট। এবার তিনিও পড়লেন ইনজুরিতে।

বিসিবি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিভার উদ্বৃতি তুলে ধরা হয়। তিনি বলেন, ‘শুক্রবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বোলিং করার সময় শরিফুল চোট পান।
এমআরআই স্ক্যানসহ পরবর্তী মেডিকেল মূল্যায়নে তার ডানপাশের রেক্টাস ফেমোরিস পেশিতে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে।’

‘ইনজুরির কারণে, শরিফুল দুই সপ্তাহের জন্য দলের বাইরে ছিটকে পড়লেন। বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে তার চিকিৎসা এবং পুনর্বাসন চলবে।’

আইএইচএস/

Read Entire Article